নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট
জয়পুরহাটে স্বেচ্ছাসেবক দলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালী, আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
রবিবার বেলা ১২টায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে সুগার মিল সড়ক প্রদক্ষিণ করে আবারও সেখানে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর হোসেনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহঃ প্রচার সম্পাদক আক্তারুজ্জামান রনি, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামস মতিন, কৃষক দলের আহবায়ক সেলিম রেজা ডিউক, জেলা যুবদলের আহবায়ক শাহনেওয়াজ কবীর শুভ্র, সদস্য সচিব মোক্তাদুল হক আদনান ও জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশিদ।
Leave a Reply