নিউজ ডেস্ক:
দিনাজপুরের চিরিরবন্দরের চাঞ্চল্যকর তরুণী দলবদ্ধধর্ষণের মামলায় ২ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা প্রাথমিকভাবে কিশোরীকে দলবদ্ধধর্ষণের কথা স্বীকার করেছে।
গ্রেপ্তারকৃত ২ যুবক হলেন চিরিরবন্দর উপজেলার রেলকলোনী গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে রুবেল ইসলাম (৩০) ও একই উপজেলার মাঝাপাড়ার আব্দুল গনির ছেলে আল আমিন (২৬)। আটক রুবেলকে চিরিরবন্দর উপজেলা থেকে ও আল আমিনকে বাগেরহাট উপজেলার কচুয়া থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গত ১৪ নভেম্বর রাতে চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নের সরকারপাড়ায় একটি ধানখেতে তরুণী (২০) দলবদ্ধধর্ষণের শিকার হয়। পরে থানা পুলিশ তাকে উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে দলবদ্ধধর্ষণের শিকার তরুণীর বড় বোন বাদী হয়ে চিরিরবন্দর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। ঘটনাটির পর থেকে অভিযুক্তরা পলাতক ছিল। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় মামলার ২নং আসামি আল আমিনকে র্যাব-৬’র সহযোগিতা বাগেরহাট থেকে গ্রেপ্তার করা হয়। মামলার অপর আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান চলছে।
তরুণীকে দলবদ্ধধর্ষণের পূর্বে একটি নির্মাণাধীন বাড়ীর ৮ ফুট উচু থেকে ধানখেতে ফেলে দেওয়া হয়। পরে ওই তরুণীর কমরের হাড় ফেটে গেছে। যে ভ্যানে তরুণীকে নিয়ে যাওয়া হয়েছে সেই ভ্যানের চালক আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করেছে।
Leave a Reply