তৌহিদুল ইসলাম তালুকদার লায়নর, স্টাফ-রিপোর্টার
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নে মোসলেমগঞ্জ স্কুল মাঠে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উদয়পুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এই সমাবেশে। বিকেল থেকে মুষল ধারে বৃষ্টিকে অপেক্ষা করে জেলা, উপজেলা ও স্থানীয় নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ জনগণের উপস্থিতি ছিলেন। এসভায় কেন্দ্র করে দুপুর থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে অবস্থান নেয় জয়পুরহাট-২ আসনের বিএনপি’ বিভিন্ন নেতাকর্মীরা। পরে এই জনসভা থেকে জনসমুদ্রে রূপ নেই। সেখানে জিয়া, খালেদা, তারেক ও ডিসি আব্দুল বারী নামে ¯্রােগানে ¯্রােগানে মুখরিত হয়ে উঠে ঐ বিদ্যালয় মাঠসহ আশেপাশে।
এই সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জয়পুরহাট-২ আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সাবেক ডিসি, সাবেক সচিব মো. আব্দুল বারী। উক্ত জনসমাবেশ উদয়পুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সহকারী অধ্যাপক আব্দুল আলীম এর সঞ্চালনায় উদয়পুর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল ওয়াদুদ মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন কালাই থানার বিএনপি’র যুগ্ম-আহŸায়ক মো. মৌদুদ আলম, মিসেস নাজমা আরা বারী, কেন্দ্রীয় যুবদলের সাবেক ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক মো. মেহেদী হাসান, আক্কেলপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহমেদ রানা, ক্ষেতলাল পৌর বিএনপির সভাপতি আব্দুল আলিম, জেলা যুবদলের সাবেক সভাপতি ওবায়দুর রহমান সুইট, আক্কেলপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র রফিকুল ইসলাম চপল, উদয়পুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযুদ্ধ আব্দুল মতিন সরকার, ছাত্রদলের কালাই উপজেলার আহবায়ক মো. কাফি, মাত্রাই ইউনিয়ন যুবদলের নেতা ডেন্টিস্ট আতিকুর রহমান তালুকদার, আহম্মেবাদ বিএনপির ইউনিয়নের সিনিয়র যুগ্ম আহŸায়ক মো. বজলুর রহমান ও ইউনিয়ন বিএনপি নেতা মো. সবুজ প্রমুখ।
এসময় জয়পুরহাট-২ আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সাবেক ডিসি, সাবেক সচিব মো. আব্দুল বারী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা মানে বাংলাদেশের মানুষের মুক্তির সনদ। রাষ্ট্রের মূল কাঠামোতে গণতন্ত্র, সুশাসন ও মানবাধিকার ফিরিয়ে আনতে হলে তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন অপরিহার্য। বিএনপি জনগণের ভোটে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারলে ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশের প্রকৃত উন্নয়ন ঘটাবেন। সেই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নটি আগামী সাধারণ নির্বাচনের আগেই সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে জয়পুরহাট-২ আসনের দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি।
Leave a Reply