জয়পুরহাট প্রতিনিধিঃ
দেশের বৃহত্তম জয়পুরহাটের বারো শিবালয় শিব মন্দির চত্বরে দুই দিনব্যাপী শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের শিব রাত্রীর পূজা-অর্চনা ও মেলা। শনিবার সকাল থেকে সদর উপজেলার বেলআমলা এলাকার মন্দির সংলগ্ন ছোট যমুনা নদীতে পূণ্যস্নান করে ভক্ত ও পূজারীরা শিব ঠাকুরের মাথায় জল ও দুধ ঢেলে পূজা-অর্চনা করছেন। এই পূজা-অর্চনায় অংশ নিচ্ছেন দেশ-ভারত থেকে আসা হিন্দু ধর্মালম্বীদের হাজারো নারী-পুরুষ ভক্ত।
অন্যদিকে এ উৎসবকে ঘিরে মন্দিরের চার পাশে বসেছে ৪শ বছরের ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা। এ মেলায় মিঠাই-মন্ডা, খেলনা, পূজা সামগ্রী, ফার্নিচারসহ হরেক রকমের পসরা সাজিয়ে বসেছে দোকারিরা। ঐতিহাসিক এ উৎসবে দেশের বিভিন্ন স্থান থেকে আগত আত্মীয় স্বজনদের মিলন মেলায় পরিণত হয়।
মেলায় আসা দিনাজপুরের আরতী রানী বলেন, শিব রাত্রির এ মেলায় প্রতিবছর আসা হয়। এবারও এসে শিব ঠাকুরের মাথায় দুধ ও জল ঢেলে পরিবারের মঙ্গল কামনায় প্রার্থনা করেছি।
রংপুরের চম্পা সরকার বলেন, এই দিনটির জন্য সারা বছর অপেক্ষায় থাকি। এখানে এসে শিব ঠাকুরের সন্তুষ্টির জন্য প্রার্থনা করি।
Leave a Reply