নওগাঁয় সাড়ে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

নওগাঁয় সাড়ে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

নওগাঁ প্রতিনিধিঃ


নওগাঁয় সাড়ে ৩ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের সদস্যরা।
শনিবার (২৮ জুন) সকাল সাড়ে ১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলা সদরের সুলতানপুর পূর্বপাড়া এলাকায় অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের সময় র‌্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল অভিযান পরিচালনা করে ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। ঘটনাস্থল থেকে পালিয়ে যায় আরও ১জন।
এসময় আসামীদের দখলে থাকা অবৈধ মাদকদ্রব্য গাঁজা সাড়ে ৩ কেজি, ডিজিটাল ওয়েট মেশিন ০১টি এবং মোবাইল ফোন ০২টি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ১। মোঃ মনিরুল ইসলাম সবুজ (৩৫), পিতা-মৃত নজরুল ইসলাম, সাং-সুলতানপুর পূর্বপাড়া, ২। মোঃ বাবু (৪৫), পিতা-কছির মন্ডল ৩। মোঃ আরিফুল ইসলাম আরিফ, পিতা-মোঃ তালেব শেখ, উভয় সাং-চকাদিন, থানা-রানীনগর, জেলা-নওগাঁ।
র‍্যাব-০৫ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নওগাঁ জেলার সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme