নাটোর প্রতিনিধি
নাটোরের লালপুরের দক্ষিণ লালপুর এলাকায় নছিমনের ধাক্কায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চান্দু মোল্লা (৬২) ও তার স্ত্রী আরবী বেগম (৪২)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে উপজেলার দক্ষিণ লালপুর এলাকার চান্দু মোল্লা ও তার স্ত্রী আরবী বেগম ট্রেনযোগে নওগাঁয় বোনের বাড়ি যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে ঈশ্বরদী-লালপুর প্রধান সড়কের পাশে অপেক্ষা করছিলেন। এসময় একটি নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীর মৃত্যু হয়।
লালপুর থানার ওসি নাসিম আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।
Leave a Reply