জয়পুরহাট প্রতিনিধিঃ
ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের জনমত সৃষ্টির লক্ষে জয়পুরহাটে লিফলেট বিতরণ করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
সোমবার দুপুরে জয়পুরহাট শহরের বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে এসব লিফলেট বিতরণ করা হয়।
জেলা বিএনপি’র সাবেক উপদেষ্টা ও সহ-সভাপতি এডভোকেট তানজির ওহাবের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাফিজুর রহমান পলাশ,জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মুশফিকুল আলম বুলু, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী আসলাম, জয়পুরহাট সরকারি কলেজের সাবেক ভিপি আল-আমিন সবুজ যুবদল নেতা ফজলে বিন রয়েল সহ বিএনপি’ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দরা।
এ সময় উপস্থিত বক্তারা আওয়ামী লীগের পাতানো ৭ তারিখের নির্বাচনে ভোটারদের ভোটকেন্দ্রে না যাওয়ার আহ্বান জানান।
Leave a Reply