ফরিদপুরে পদ্মা নদীতে গোসলে নেমে রেজোয়ান রাব্বি তামিম (২১) ও আব্দুল্লাহ আল মারুফ (২১) নামে দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে। তারা দুই জনই ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের ইলেক্ট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী বলে জানা গেছে।
বুধবার (২৫ জুন) বিকালে পদ্মা নদীর ফরিদপুর জেলার ধলার মোড় পালডাঙ্গি এলাকায় বন্ধুদের সঙ্গে গোসলে করতে গিয়ে এ ঘটনা ঘটেছে।
মারা যাওয়া শিক্ষার্থী রেজোয়ান রাব্বি তামিম গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মধ্য আশুলাই গ্রামের শওকত হোসেনের ছেলে ও আব্দুল্লাহ আল মারুফ নোয়াখালী জেলার সুধারাম থানার উত্তর শরীফপুর গ্রামের মোজাম্মেলের ছেলে। তারা ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের ইলেক্ট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ত্রিপল-ই) বিভাগে ভর্তি হন।
স্থানীয়, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার বিকাল ৩টার দিকে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী রেজোয়ান রাব্বি তামিম ও আব্দুল্লাহ আল মারুফসহ কয়েকজন বন্ধুরা মিলে পদ্মা নদীর ফরিদপুরের ধলার মোড়ের পালডাঙ্গি এলাকায় গোসলে নামেন। এর কিছুক্ষণ পরই স্রোতের বাকে পড়ে তারা দুই জন তলিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ফরিদপুর সিঅ্যান্ডবিঘাট এলাকার রেজোয়ান মোল্লা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
Leave a Reply