জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে ইউপি সদস্যকে লাঞ্ছিত ও মারধর করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসীরা।
সোমবার বিকেলে পাঁচবিবি উপজেলার চৌমুহনী মোড়েরহাট এলাকার আটাপাড়া -কয়া বিজিবি এলাকায় ঘন্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বাজার প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শ্রেণী পেশার ৩ শতাধিক নারী পুরুষ অংশ নেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ভুক্তভোগী ইউপি সদস্য আতাউল ইসলাম, একই এলাকার বীর মুক্তিযোদ্ধা আফসার আলী, প্রকৌশলী আবু সুফিয়ান, স্থানীয় বাজার কমিটির সভাপতি মাসুদ রানা, সমাজকর্মী নাইমুল হোসেন, নারী নেত্রী আঞ্জুয়ারা বেগম, তসলিমা খাতুন প্রমূখ।
বক্তারা বলেন, ষড়যন্ত্রমুলকভাবে পরপর চারবার নির্বাচিত জনপ্রিয় জনপ্রতিনিধি আতাউল ইসলামকে জনসম্মুখে লাঞ্ছিত ও মারধর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
Leave a Reply