নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট
প্রায় সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বার লাটপাড়ার সাড়ে কিলোমিটার গ্রামীণ কাঁচারাস্তা পাকাকরণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার লাটপাড়া দাখিল মাদ্রাসা মাঠে এক উদ্বোধনী আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক জিহাদ মন্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু ।
এসময় আরও উপস্থিত ছিলেন- পাঁচবিবি উপজেলা ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, উপজেলা প্রকৌশলী আব্দুল কাইয়ুম, পাঁচবিবি থানার অফিসার ইনর্চাজ জাহিদুল হক, উপজেলা আ.লীগের সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল, সিনিয়র সহ-সভাপতি মহির উদ্দিন মন্ডল প্রমুখ।
Leave a Reply