নিউজ ডেস্ক:
রাজধানীর মিরপুরে বাসচাপায় দুইজন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন নারী ও এক শিশু। নিহতরা হলেন মোছা. খায়রুন বেগম ও চার বছর বয়সী শিশু ইয়াসিন। তারা সম্পর্কে ফুফু-ভাতিজা। পূরবী সিনেমা হলের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত খায়রুন বেগমের বাড়ি ভোলার সদর উপজেলার রতনপুর গ্রামে। পল্লবী এলাকায় থাকতেন তিনি। তিনি পোশাক শ্রমিক ছিলেন। শিশু ইয়াসিন খায়রুনের ভাতিজা।
পল্লবী থানার অপারেশন অফিসার আমিনুল ইসলাম বলেন, রাতে পল্লবীর পূরবী সিনেমা হলের সামনে রাস্তা পার হওয়ার সময় বসুমতি পরিবহনের একটি বাস দুজনকে চাপা দেয়। এতে দুজনই গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
Leave a Reply