হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণের দায়ে দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের এক লাখ টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোহাম্মদ জাহিদুল হক এ রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন- চুনারুঘাট উপজেলার ধরাছড়া গ্রামের সফিক মিয়ার ছেলে শাকিল আহমেদ (২২) ও হুছন আলীর ছেলে সালাউদ্দিন (২০)। তবে রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না।
আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২ অক্টোবর শাকিল ও সালাউদ্দিন গ্রামের একটি ঘরে ঢুকে মা ও মেয়েকে ধর্ষণ করে। পরে ৪ অক্টোবর ধর্ষণের শিকার মেয়েটি তিনজনের নাম উল্লেখ করে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত আজ এ রায় দেন।
Leave a Reply