নিউজ ডেস্ক:
রাজশাহীতে পদ্মা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় কাঠের লাকড়িবাহী নছিমনের দুই যাত্রী নিহত হয়েছেন। সোমবার বিকেলে পবার মোহনপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পুঠিয়ার ধাধাস এলাকার হানিফের ছেলে হাববি (২৩) ও কামাড় ধাধাস এলাকার মোফা (৩৭)।
রাজশাহী দমকল বাহিনীর উপ-সহকারী পরিচালক আক্তার হামিদ খান বলেন, রাজশাহী নগরীর উপকণ্ঠ পবার মোহনপুরের ঢালানের কাছে কাঠের লাকড়ি বোঝাই একটি ট্রলি রেললাইন পার হবার সময় দ্রুতগামী একটি ট্রেনের সামনে চলে আসে। ট্রেনের ধাক্কায় ট্রলিটি দুমড়ে মুচড়ে যায় এবং ট্রলিতে থাকা চালকসহ দুইজন ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে দমকলবাহিনী গিয়ে লাশ দুটি উদ্ধার করে।
রাজশাহী রেলওয়ে স্টেশন থানার ওসি গোপাল কুমার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলের দিকে যাচ্ছি। না দেখে কোনো কথা বলা যাচ্ছে না।
এদিকে রেলের একটি সূত্র জানায়, পদ্মা এক্সপ্রেস টেনের সঙ্গে এই দুর্ঘটনা ঘটে। ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে বিকেল ৪টার দিকে যাচ্ছিল। দুর্ঘটনার পর ট্রেনটির ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলের অদূরে হরিয়ান স্টেশনে ট্রেনটি থামানো হয়। পরে রাজশাহী স্টেশন থেকে একটি ইঞ্জিন নিয়ে ওই ট্রেন রওনা দিয়েছে।
Leave a Reply