রাজশাহীর গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে নিম্নমানের ষাড় গরু বিতরণ

রাজশাহীর গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে নিম্নমানের ষাড় গরু বিতরণ

নিজস্ব প্রতিবেদক


রাজশাহীর গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে নিম্নমানের ষাড় (বাছুর) গরু বিতরনের অভিযোগ উঠেছে। সরকার নির্ধারিত টেন্ডার সিডিউল অনুযায়ী গরুগুলো না দিয়ে গরিবের হক মেরে করা হচ্ছে বিপুল বাণিজ্য।

জানা গেছে, সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক জীবন মানোন্নয়নের লক্ষ্যে বৃহস্পতিবার সকাল থেকে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল প্রাঙ্গনে প্রাণিসম্পদ দপ্তর সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ১১১জন সুফলভোগীর মাঝে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কর্তৃক সরবরাহকৃত নিম্নমানের ও বেশকিছু রোগাক্রান্তসহ ১১১টি ষাড় (বাছুর) গরু বিতরণ করা হয়েছে। এতে ব্যাপক অসন্তোষ প্রকাশ করেন সুফলভোগীরা।

এদিকে অভিযোগের প্রেক্ষিতে ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম ও স্বত্বাধিকারীর সাথে যোগাযোগের জন্য তাঁর পাঠানো ওমর ফারুক ও শাহীনের কাছে মোবাইল নাম্বার চাইলে নানা তালবাহানার এক পর্যায়ে তাঁরা কৌশলে সটকে পরেন।

অপরদিকে টেন্ডার সিডিউল অনুযায়ী গরুর বয়স দেড় বছর এবং ওজন ৮০ কেজি থাকতে হবে কিন্তু সরবরাহকৃত গরুর বয়স এক বছরেরও কম এবং ওজন মাত্র ৪০ থেকে ৬০ কেজিরও নিচে এবং নিন্মমানের হওয়ার বিষয়টি আংশিক শিকার করে গোদাগাড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শায়লা শারমিন বলেন, এ ব্যাপারে উর্দ্ধতন কর্মকর্তাকে জানানো হবে। বিষয়টি তদন্ত করে উর্দ্ধতন কর্মকর্তারা ব্যবস্থা নিবেন।

নিম্নমানের এসব গরু তরিঘরি করে বিতরণের মাধ্যমে গরিবের হক নিয়ে বাণিজ্য করতে সাংবাদিকদেরও অবগত করেনি সংশ্লিষ্টরা। এহেন ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme