ডেস্ক রিপোর্ট:
কক্সবাজারের চকরিয়ায় সিএনজি চালিত অটোরিকশা-লরির সংঘর্ষে মা রোকেয়া ও মেয়ে জেসমিন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩জন।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বানিয়ারছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রোকেয়া বেগম পেকুয়া উপজেলার মগনামা ঘাট এলাকার আব্দুস সালামের স্ত্রী এবং তার মেয়ে জেসমিন আক্তার।
চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের এসআই খোকন কান্তি রুদ্র বলেন, দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার বানিয়ারছড়া এলাকায় কক্সবাজারমুখী অটোরিকশার সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে চালকসহ পাঁচজন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’
Leave a Reply