নিউজ ডেস্ক:
আমদানিকৃত কাটিনাল জাতের আলুর পর এবার দিনাজপুরের হিলির কাঁচা বাজারে উঠেছে আমদানিকৃত ভারতীয় নতুন আলু। এসব আলু প্রতি কেজি বিক্রি করা হচ্ছে ৮০ টাকা কেজি দরে।
বুধবার হিলির কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, বাজারের অধিকাংশ দোকানেই আলুর পর্যাপ্ত সরবরাহ রয়েছে। সব দোকানেই দেশীয় কাটিনাল ও গুটি আলু দেখা যায়। সেই সাথে দুয়েকটি দোকানে দেখা মিলছে আমদনিকৃত কাটিনাল জাতের আলু। তবে একটি দোকানেই দেখা মিলছে আমদানিকৃত ভারতীয় নতুন আলু যা বিক্রি হচ্ছে ৮০টাকা কেজি দরে।
বাজারে কার্ডিনাল জাতের আলু খুচরা বিক্রি হচ্ছে ৩০টাকা কেজি দরে যা কয়েকদিন পূর্বে ৪০টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। এদিকে দেশীয় কাটিনাল জাতের আলু পাইকারিতে বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৩৬ টাকা যা খুচরাতে বিক্রি হচ্ছে ৪০টাকা কেজি দরে। কয়েকদিন পূর্বে যা ৪৫ থেকে ৫০টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া দেশীয় গুটি জাতের আলু পাইকারিতে বিক্রি হচ্ছে ৪৮ টাকা কেজি দরে যা খুচরাতে বিক্রি হচ্ছে ৫০টাকা কেজি দরে। এই আলু কয়েকদিন পূর্বে ৫৫ থেকে ৬০টাকা কেজি দরে বিক্রি হয়েছিল।
Leave a Reply