২০০ টাকার জন্য বন্ধুর হাতে বন্ধু খুন

২০০ টাকার জন্য বন্ধুর হাতে বন্ধু খুন

ফাইল ছবি

শরীয়তপুরের গোসাইরহাটে ধারের মাত্র দুইশো টাকা ফেরত না দেওয়ায় মারুফ সরদার (১৯) নামের এক তরুণকে ছুরিকাঘাতে খুন করার অভিযোগ উঠেছে তারই বন্ধু রিফাতের বিরুদ্ধে।

বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রোববার বিকেলে উপজেলার চরধীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মারুফ সরদার চরধীপুর এলাকার শহিদুল সরদারের ছেলে। সে ঢাকার মধ্যবাড্ডায় এলাকায় ফলের ব্যবসা করতেন। ঘটনার দিনই মারুফের বড় বোন পাপিয়া গোসাইরহাট থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চরধীপুর এলাকার মারুফ সরদারের সঙ্গে একই এলাকার রিফাতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। বেশ কিছুদিন আগে রিফাতের থেকে দুইশো টাকা ধার নিয়েছিল মারুফ। তবে সেটি সে এখনো ফেরত দেয়নি। এদিকে ঈদ উপলক্ষে মারুফ বাসায় ফিরলে গত রোববার তার কাছ থেকে ধারের টাকা ফেরত চায় রিফাত। তবে মারুফ তার কাছে টাকা নেই এবং পরবর্তীতে দেওয়ার কথা জানায়। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডার হলে মারুফ বাসায় চলে যায়। এরপর রিফাত মারুফের বাসায় ঢুকে তাকে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হয় সে। এদিকে মারুফের ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে পালিয়ে যায় রিফাত। পরে মারুফকে গুরুতর জখম অবস্থায় প্রথমে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থার অবনতি ঘটলে

উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়। পরে তাকে সেখানে আইসিইউ রেখে চিকিৎসা করানোর পর বুধবার সকালে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এদিকে মারুফের মৃত্যুর খবর পৌঁছালে এলাকাজুড়ে বয়ে যায় শোকের মাতম। এ ঘটনায় দোষীর বিচারের দাবী জানিয়েছেন নিহতের পরিবার।

গোসাইরহাট থানার এসআই মফিজ বলেন, ধারের টাকা ফেরত না দেয়ায় এক যুবককে ছুরিকাঘাত করেছিলো তার বন্ধু। তিন দিন চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। নিহত মারুফের লাশ ঢাকার শাহাবাগ থানা পুলিশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme