জয়পুরহাট প্রতিনিধিঃ
অসংগতিপূর্ণ নামে বোর্ড গঠনের সিদ্ধান্ত বাতিল, অবিলম্বে মেডিকেল এডুকেশন বোর্ড গঠন করাসহ ৪ দফা দাবিতে জয়পুরহাটে ম্যাটস শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের ইন্টার্ন কর্মবিরতি ও ছাত্র ধর্মঘট শুরু হয়েছে।
বুধবার দুপুরে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় ক্লাস বর্জন করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ম্যাটস শিক্ষার্থী ও ডিএমএফ চিকিৎসকরা।
কর্মসূচিতে বক্তব্য রাখেন, ডিএমএফ চিকিৎসক নেওয়াজ মোরশেদ, ম্যাটসের ইন্টার্ন শিক্ষার্থী সুমি আক্তার, তরিকুল ইসলাম, সুলতান মাহমুদ ও আব্দুল ওহাবসহ অন্যান্যরা।
বক্তরা বলেন, তাদের ৪ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই কর্মসুচি চালিয়ে যাবেন।
Leave a Reply