নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় কিশোর কিশোরীদের যৌন-প্রজনন স্বাস্থ্য ও অধিকার নিশ্চিত করার লক্ষে নাগরিক সংগঠনের প্রতিনিধিদের সাথে সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন এবং আইনি সুরক্ষা কর্মসূচির ‘অধিকার এখানে এখনই’ প্রকল্প এই সভার আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার এসএম রবীন শীষ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইয়ুথ লিডার আবুল কালাম আজাদ। সভায় শুভেচ্ছা বক্তব্য দেন ইয়ুথ সদস্য আবীর হোসেন। বাংলাদেশের প্রেক্ষাপট ও এসআরএইচআর, প্রকল্পের পরিচিতি প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য, প্রকল্পের প্রত্যাশিত ফলাফল, সভার উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন ফারজানা রেজা রুমি, জেলা যুব সংগঠক এবং জেন্ডার বৈচিত্রময় জনগোষ্ঠীর সামাজিক অর্ন্তভুক্তিকরণ এবং বয়:সন্ধিকালের স্বাস্থ্য সুরক্ষা ও আমার করনীয় বিষয়ে উপস্থাপন করেন ব্র্যাক অধিকার এখানে, এখনই (আরএইচআরএন২) প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর মাধুরী সূত্রধর। সঞ্চালনা করেন জেলা যুব সদস্য আল আমীন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বলেন, আমরা আধুনিক হয়েছি পোষাকে, জ্ঞানে নয়, সকলকে পরিস্কার-পরিচ্ছন্ন থাকার কথা বলেন। বয়:সন্ধিকালীন বিষয়ে খোলামেলা আলোচনা হওয়া দরকার। আমরা আজকে এখানকার আলোচনা মাঠ পর্যায়ে নিয়ে যেতে হবে, ছড়িয়ে দিতে হবে, দায়িত্বে উদাসীনতা না দেখিয়ে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। তিনি ব্র্যাককে এধরনের কাজের জন্য ধন্যবাদ দেন।
যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে নাগরিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত সভায় অংশগ্রহণকারী সকলের উদ্যোগের ফলে শিক্ষা প্রতিষ্ঠানেও এ বিষয়ে আলোচনার সহায়ক পরিবেশ তৈরি হবে এবং জেন্ডার বৈচিত্রময় জনগোষ্ঠীর সামাজিক অর্ন্তভুক্তিকরণ এবং বয়:সন্ধিকালের স্বাস্থ্য সুরক্ষায় কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
যুব প্রতিনিধিগণ তাদের বক্তব্যে নাগরিক সংগঠনের প্রতিনিধিদের বলেন যে, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, তাহলে আমরা মানুষদেরকে সচেতনতার কাজটি সহজে এবং দ্রুত করতে পারবো। আমরা আমাদের প্রকল্পের উদ্দেশ্য বাস্তবায়নে অগ্রণী ভ’মিকা পালন করব। জেলা পর্যায়ের এই সভায় জেলার ৬টি ইয়ুথ গ্রুপের সদস্যসহ মোট ৩০ জন প্রতিনিধি অংশগ্রহন করেন।
Leave a Reply